প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৬৬ লাখ টাকা খরচ করে উচ্চতা বাড়ালেন যুবক!
প্রকাশিত : ০৬:৫৯ পূর্বাহ্ণ, ২৬ জুন ২০২৩ সোমবার ৫৫ বার পঠিত
উচ্চতা কম হওয়ার কারণে নারীদের কাছে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন এক যুবক। ২৭ বছর বয়সি ওই জর্জিয়ান যুবকের নাম ডিঞ্জেল সিগার্স।
পায়ে সার্জারি করে ৫ ইঞ্চি উচ্চতা বাড়িয়েছেন তিনি। এর আগে সিগার্সের উচ্চতা ছিল ৫ ফুট ৫ ইঞ্চি। আর সার্জারির পর তার উচ্চতা হয়েছে ৬ ফুট।
সিগার্স জানান, পায়ে সার্জারির মাধ্যমে আমার উচ্চতা বেড়েছে। এতে আমার জীবন বদলে গেছে।
তিনি বলেন, কৈশোরে আমি আমার পছন্দের মানুষের কাছে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছি। কারণ আমি ছিলাম খাটো।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক দিন ধরেই তিনি উচ্চতা বাড়ানোর উপায় খুঁজছিলেন। পরে লিম্ব লেন্থেনিং সার্জারি করানোর কথা ভাবেন।
ডিঞ্জেল সিগার্স জানান, আমি সংকল্প করেছিলাম আমার শরীরকে নতুনভাবে উপস্থাপন করার। তা-ই করেছি। এখন অনেকেই আমাকে পছন্দ করেন।
kushtiatime24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।