ভেড়ামারায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২২৫তম শাখার শুভ উদ্বোধন
প্রকাশিত : ০৩:১৬ অপরাহ্ণ, ২২ সেপ্টেম্বর ২০২৪ রবিবার ১৮ বার পঠিত
কুষ্টিয়া টাইম : কুষ্টিয়ার ভেড়ামারায় আজ বেলা ১১ ঘটিকার সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২২৫তম শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জনাব আবু সাঈদ আব্দুল মান্নাফ এসভিপি ও জোনাল হেড, খুলনা জোনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালক সিইও জনাব ফরমান আর, চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এসইভিপি ও হেড অব জিএসডি ইঞ্জিনিয়ার হাবীব উল্লাহ, ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যাপক ড. মাওলানা নুরুল আমিন জসিম, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা প্রমূখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক হিসনা বাণী পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান লিপটন, বিশিষ্ট ব্যবসায়ী মদন গোপাল আগরওয়ালা, রাসেল ইসলাম, সাংবাদিক ফিরোজ মাহমুদ প্রমূখ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন অত্র ব্যাংকের শাখা পরিচালক আমিনুল ইসলাম, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল এহসান মাদ্রাসার প্রিন্সিপাল এইচ এম মোহাম্মদ উল্লাহ কাউসার। অনুষ্ঠান টি পরিচালনা করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইভিপি ও হেড অব পিআরসি জনাব জালাল আহম্মেদ।
kushtiatime24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।