ভেড়ামারা-রায়টা সড়কের বাঁকাপুল নামক স্থানে দুর্ধর্ষ ডাকাতি
প্রকাশিত : ০৭:১৭ অপরাহ্ণ, ২৭ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার ১৪ বার পঠিত
কুষ্টিয়া টাইম : কুষ্টিয়ার ভেড়ামারা-রায়টা সড়কে বাঁকাপুল নামক স্থানে গত রাত ২৬ সেপ্টেম্বর আনুমানিক ভোর ২ টা থেকে ৪ টার মধ্যে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, গোলাপনগর থেকে অসুস্থ রুগীকে অটোতে ভেড়ামারায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় মোকারিমপুর ইউনিয়নের বাঁকাপুলের কাছে ডাকাত দল তাদের আটকিয়ে নগদ টাকা, একটা ব্যাটারি চালিত অটো ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এবং তাদেরকে শারীরিক নির্যাতন ও অনেক মারধর করেন।
যাত্রীরা বলেন তাদের কাছে অনেক ধরণের অস্ত্র দেখা গেছে। অটো চালক মধ্যে গোলাপনগর গ্রাম (চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে) মৃত রহমত এর পুত্র মোহাম্মদ সানু।
যাত্রী ছিলেন অত্র এলাকার- জাহিদ, ও তার ভাই, মো: রশিদ।
এলাকাবাসী এবং সুশীল সমাজ মনে করেন আজ যদি পুলিশ আগের মত সক্রিয় হতো তাহলে চাঁদা বাজি, জবরদখল, যে যার মত ইচ্ছে তাই করছে। এমনকি উক্ত ডাকাতির মত ঘটনা ঘটতো না। তাই পুলিশ প্রশাসন কে পূর্বের ন্যায় সক্রিয় হওয়ার আহবান জানিয়েছেন ভেড়ামারা বাসী।
kushtiatime24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।