ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত ভারত: মোদি
প্রকাশিত : ০৭:৫৫ অপরাহ্ণ, ২৩ জুন ২০২৩ শুক্রবার ৮১ বার পঠিত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াশিংটন সফরকালে বৃহস্পতিবার ইউক্রেনে ‘শান্তি’ প্রতিষ্ঠার ব্যাপারে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের অবনতি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপির।
প্রেসিডেন্ট জো বাইডেনের পাশে দাঁড়িয়ে মোদি সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেন ঘটনার একেবারে শুরু থেকেই ভারত এ বিরোধের সমাধান, সংলাপ এবং কূটনীতির ওপর জোর দিয়ে আসছে।’
তিনি বলেন, ইউক্রেনের ‘শান্তি পুনরুদ্ধারের ব্যাপারে আমরা যে কোনো উপায়ে অবদান রাখতে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি।’
গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। এরপর সেপ্টেম্বরে ইউক্রেনের প্রায় চারটি অঞ্চল অর্থাৎ ১৫ শতাংশ ভূখণ্ড দখল করে নেয় রাশিয়া।
এরপর যুদ্ধের মাত্রা দিন দিন বাড়ছেই। অনেক রাজনীতিক ও বিশ্লেষক বলছেন, এ যুদ্ধ আরও কয়েক বছর পর্যন্ত চলতে পারে।
এদিকে ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন রুশ কর্মকর্তা বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।
এ সেতু ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্ত করেছে; যার আংশিক রাশিয়ার দখলে রয়েছে।
ইউক্রেনের খেরসন অঞ্চলে অবস্থিত ক্রিমিয়া ২০১৪ সালে রাশিয়া দখল করে নেয়।
kushtiatime24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।