ইসরাইলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত
প্রকাশিত : ০৫:৫৫ অপরাহ্ণ, ৩ জুলাই ২০২৩ সোমবার ৩৮ বার পঠিত
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের উত্তরাংশে জেনিনের একটি শরণার্থী শিবিরে ড্রোন থেকে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এ হামলায় এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাঁদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরের জেনিন শহরে যুদ্ধবিমান থেকে ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণে নিহত বেড়ে আটজন হয়েছে। অপরদিকে রামাল্লায় পৃথক হামলায় আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে রোববার রাতে থেকে ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল।
স্থানীয় বাসিন্দা ও ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।
সোমবার স্থানীয় সময় দুপুরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এতে আরও ৫০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
জেনিনের আইনজীবী ও মানবাধিকার বিষয়ক গবেষক মোহাম্মদ কামানজি আল জাজিরাকে বলেছেন, শহর ও শরণার্থী শিবিরের পরিস্থিতি খুবই ভয়াবহ। বিপুল সংখ্যক ইসরাইলি দখলদার বাহিনী শহর ও শিবিরে হামলা চালাচ্ছে, এখন পর্যন্ত বিমান হামলা চলছে।
তিনি বলেন, সামরিক যন্ত্র, ইসরাইলি বাহিনীর সশস্ত্র যানবাহন, বুলডোজার সব জায়গায় রয়েছে। নাগরিকদের সম্পত্তি, অবকাঠামো এবং শিবিরের অভ্যন্তরের রাস্তাগুলো তারা এখন সবকিছু ধ্বংস করছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবার ভোররাত পর্যন্ত জেনিন শহর ও জেনিন শরণার্থী শিবিরে অন্তত ১০ বার বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি বিমান হামলার পর পরই দখলদার সেনাদের সাঁজোয়া যানের বহর জেনিনে অনুপ্রবেশ করে। এ সময় ফিলিস্তিনি যোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়।
kushtiatime24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।