কালীগঞ্জে ভ্যানে ঘুরছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী
প্রকাশিত : ০৫:৪৩ অপরাহ্ণ, ৯ মে ২০২৪ বৃহস্পতিবার ৪৮ বার পঠিত
সকাল ৮টা থেকে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঝিনাইদহের কালীগঞ্জ ও সদর উপজেলা রয়েছে। অন্যান্য প্রার্থীরা মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়িতে ঘুরলেও ব্যতিক্রম চেয়ারম্যান প্রার্থী রাশেদ শমসের। তিনি ভ্যানে বিভিন্ন কেন্দ্র ঘুরছেন।
বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কাষ্টভাঙ্গা বাজারে গিয়ে দেখা যায়, কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতিকের প্রার্থী রাশেদ শমসের ভ্যানে ঘুরছেন। ভ্যানে চড়েই তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন।
এ সময় তিনি বলেন, সকাল থেকে ভোটার উপস্থিতি একদমই কম। ভোটার উপস্থিতি বাড়াতে তিনি ভ্যানে করে বাড়িতে বাড়িতে যাচ্ছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।
কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র রয়েছে ৯১টি। যেখানে ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৯২৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৩২৮ জন। মহিলা ভোটার রয়েছে ১ লাখ ২০ হাজার ৫৫৩ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন।
kushtiatime24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।