শাহী ঈদগাহে মন্ত্রী-মেয়র-এমপির নামাজ আদায়
প্রকাশিত : ০৬:১০ অপরাহ্ণ, ২৯ জুন ২০২৩ বৃহস্পতিবার ৩৭ বার পঠিত
পবিত্র ঈদুল আজহার জামাত সিলেট মহানগরসহ জেলার ছোট-বড় তিন হাজারের বেশি স্থানে অনুষ্ঠিত হয়েছে। প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহে। এখানে ঈদের নামাজে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্য, রাজনীতিক, প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লিরা।
এদিকে আলিয়া মাঠে অনুষ্ঠিত জামাতে মহিলাদের জন্য ছিল আলাদা নামাজের স্থান।
সকাল ৮টায় শাহী ঈদগাহে অনুষ্ঠিত নামাজের আগে বয়ান পেশ ও নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম-খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
১৭০০ শতাব্দীতে স্থাপিত ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠ ঈদের জামাতের সময় ছিল পরিপূর্ণ। ঈদগাহ ময়দানে জায়গা না পেয়ে শত শত মুসল্লি শাহী ঈদগাহের সামনের রাস্তায়ও ঈদের নামাজ আদায় করেন। নামাজ আদায়ের পর নেমে আসে অঝোর ধারার বৃষ্টি।
এদিকে ঈদের জামাত ঘিরে নিরাপদ রাখতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি মাওলানা আসজাদ হোসাইন।
নগরীর বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। নামাজের আগে বয়ান পেশ এবং নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহ আলম।
এদিকে সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব।
সকাল ৮টার আগেই আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। সেখানে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়। নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী।
বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে ৩টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথমটি সকাল ৭টায়, দ্বিতীয়টি সকাল ৮টায় ও তৃতীয়টি সকাল ৯টায়।
kushtiatime24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।